ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
ফেনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক কারাগারে

ফেনী: ফেনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এমরানুল হক ইমরান (২৯) নামে এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) ওসি এএনএম নুরুজ্জামান জানান, সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ফেসবুকে পোস্ট করায় মো. এমরানুল হক ইমরান (২৯) নামে ওই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২১ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে ফেনী পৌর ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুরের কমার্স কলেজ রোডের অইধন ভূঁঞা বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইমরান ওই এলাকার মো. আবদুল করিমের ছেলে।

ডিবির ওসি আরও জানান, ইমরান তার ফেসবুক আইডি থেকে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো এবং সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট করে জনমনে বিভ্রান্তির চেষ্টা করছিলেন। সম্প্রতি হেফাজত, বিএনপি ও লকডাউন ইস্যু নিয়েও তিনি নানাভাবে গুজব ও মনগড়া তথ্য প্রচার করেছেন।

বুধবার রাতে ডিবির একটি দল অভিযানে চালিয়ে তাকে দক্ষিণ চাড়িপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, গ্রেফতার ইমরানের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, তিনি বিভিন্ন সময়ে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কটাক্ষ করে পোস্ট করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।