ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার শেখাহার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এবং আশরাফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, কাহালু উপজেলার শেখাহার এলাকায় ‘সিয়াম লাচ্ছা সেমাই’ ও ‘নাইম রুমন লাচ্ছা সেমাই’ নামে দু’টি কারাখানায় অভিযান চালানো হয়। সেখানে তারা অস্বাস্থ্যকর পরিবেশে হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ পরিধান না করে এবং মেঝেতে ময়দার খামির বানিয়ে আসছিলো। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক রোগ আইনের ৩ মামলায় সিয়াম লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার এবং নাইম রিমন লাচ্ছা সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আশরাফুর। অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।