ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ। ছবি: বাংলানিউজ

ফেনী: মিরসরাইয়ে কোভিড ১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১১০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়াহেদপুর ইউনিয়নের সরকার হাটএন.আর. উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ওই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো.আতিকুল হক।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. ইফতেখারুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম জাকারিয়া, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সঞ্জীব কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার জানান, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় ত্রাণ বিতরণের জন্য কর্মহীন আদিবাসী পরিবার, দিনমজুর, রিকশা ভ্যানচালক, অটোরিকশা চালকসহ নিম্ন আয়ের পরিবারগুলোকে বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও ত্রাণ বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।