ঢাকা: সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ হচ্ছে। এই সময়ের মধ্যে ভারতে অবস্থান করা বাংলাশি নাগরিক যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তারা বিশেষ অনুমতি নিয়ে তিনটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসতে পারবেন।
রোববার (২৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আগামী ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকাকালে যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, তারা বেনাপোল, আগরতলা ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বিশেষ অনুমতি নিয়ে ও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ করোনা টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এ জন্য তাদের কলকাতা, আগরতলা ও দিল্লি মিশন থেকে অনুমতি নিতে হবে।
এছাড়া এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানির জন্য রেলপথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২৬ এপ্রিল) ভোর ৬টা থেকে ভারতে অবস্থানকারী কোনো বাংলাদেশি দেশে প্রবেশ করতে পারবেন না। যদিও এই মুহূর্তে বাংলাদেশ থেকে যাওয়া নাগরিকদের বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। এর বাইরে কিছু ব্যবসায়ী রয়েছেন। তবে আগামী ১৪ দিন কেউই দেশে ফিরতে পারবেন না।
ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। রোববার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, আগামীকাল সোমবার থেকে দুই সপ্তাহ বাংলাদেশ-ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকবে। তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি চলবে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে। এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ।
গত ১০ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। প্রতিদিন মারা যাচ্ছে দুই হাজারের বেশি। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার স্থলসীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৪ দিনের জন্য।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
টিআর/এমজেএফ