ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পারিবারিক কহলের জের ধরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়ার প্রয়াত সিদ্দিক আলীর ছেলে।
এ নূর ইসলামের ছেলে হাসিবুল ইসলাম ওরফে হাসুকে (৩২) আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন নূর ইসলাম। এই সময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করেন এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হাসিবুল পালিয়ে যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে পরে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এনটি