ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে যুবককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
রাজবাড়ীতে যুবককে গলা কেটে হত্যা সুজন

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় মো. সুজন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সুজন গঙ্গাপ্রসাদপুর এলাকায় গিয়াসউদ্দিন তালুকদারের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে রিমন ও একরামুল নামে আরো দুজন। আহতদের মধ্যে রিমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একরামুল রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত একরামুল ইসলাম বলেন, সোমবার ইফতার ও মাগরিবের নামাজ শেষে গঙ্গাপ্রসাদপুর রেল লাইনের উপর তিনি, সুজন ও রিমন বসে ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জনের একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে এসে আমাদের এলোপাথারি কুপিয়ে জখম করে। এসময় ঘটনাস্থলেই মারা যায় সুজন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সোমবার সন্ধ্যায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান আছে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।