ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু  ফাইল ফটো

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের আরও তিন জন।

বুধবার (২৮ এপ্রিল) সকালের এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফজলুল মিয়া (৪৮) ও ফখরুল মিয়া (৫০) তারা মধুরাপুর গ্রামের বাসিন্দা মনাফ মিয়ার ছেলে।  

আহতরা হলেন- শাবনুল মিয়া, হাবিব মিয়া ও লাদেন মিয়া। বর্তমানে তারা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। বজ্রপাতে আহতরা সবাই ধানকাটার শ্রমিক বলে জানা যায়।  

স্হানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাই শ্রমিক নিয়ে গ্রামের বাড়ি জমিতে ধান কাটার কাজ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে 
ঘটনাস্হলেই তাদের মৃত্যু হয়।  

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।         

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ