ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ সদর দফতরের আদেশে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনকে 
গাজীপুর হাইওয়ে থানায় বদলি করা হয়েছে।  

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বদলি প্রচলিত প্রক্রিয়ায় হয়েছে।

 

এ বদলির সঙ্গে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত মোদীর সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তার এ বদলির সঙ্গে হেফাজতে ইসলামের তাণ্ডবের কোনো সংশ্লিষ্টতা নেই।

তবে এর আগে সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী ও সদর মডেল থানার ওসি আব্দুর রহিমকে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।