ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর উপহার পেল কুড়িগ্রামের তৃতীয় লিঙ্গের মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
প্রধানমন্ত্রীর উপহার পেল কুড়িগ্রামের তৃতীয় লিঙ্গের মানুষ

কুড়িগ্রাম: করোনাকালীন দুর্যোগের সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্ধ শতাধিক তৃতীয় লিঙ্গের (হিজরা) মানুষের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

এর আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. সাঈদ হাসান লোবান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক সফি খান, ছানালাল বকসী, খন্দকার একরামুল হক সম্রাট প্রমুখ।
খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি ও আধা লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।  

এর আগে কর্মহীন ৫ শতাধিক মোটর শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।