ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ভারতীয় চিনির চোরাচালানসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, নভেম্বর ১৭, ২০২৪
চুনারুঘাটে ভারতীয় চিনির চোরাচালানসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে ভারত থেকে আনা ১৫ হাজার ৬০০ কেজি চিনির চোরাচালানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ।

এ সময় একটি চিনির ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- জেলার বাহুবল উপজেলায় রূপশংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাঁওয়ের মৃত খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়ারিদ গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)।

পুলিশ জানায়, সীমান্ত দিয়ে ৩১৭ বস্তায় ১৫ হাজার ৬০০ কেজি ভারতীয় চুরি অবৈধভাবে চুনারুঘাটে নিয়ে আসে চোরাকারবারিরা। রাতে এগুলো ট্রাকে ভর্তি করে ওপরে বালু দিয়ে ঢেকে শায়েস্তাগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরে থানার উপপরিদর্শক (এএসআই) ওয়াসিমুল ইসলামসহ পুলিশ সদস্যরা দুর্গাপুর বাজারে ট্রাকটি আটক করেন। এ সময় লিটন মিয়া (৪০) ও আকবর মিয়া (৪২) নামে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও রহমত, আলী ও আশিককে আটক করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেপ্তার তিনজন ও পলাতক দুইজনসহ মোট সাতজনের নামে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।