ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টিসিবির বিপুল পণ্য মিললো পরিবেশকের বাড়িতে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
টিসিবির বিপুল পণ্য মিললো পরিবেশকের বাড়িতে!

রাজশাহী: রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একজন পরিবেশকের বাড়িতে বিপুল পরিমাণ পণ্য পাওয়া গেছে। এসব পণ্য খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির কথা ছিল।



মহানগরীর রেশমপট্টি এলাকায় টিসিবির পরিবেশক মোস্তাক আহমেদ কাজলের বাড়িতে পণ্যগুলো পাওয়া গেছে। কাজলের বাড়ির সঙ্গে একটি মুদি দোকানও আছে। সেটি তার স্ত্রী চালান। এই দোকানেও পাওয়া গেছে টিসিবির পণ্য।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কাজলের বাড়ি ও দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়। এ সময় সেখান থেকে ১ হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ২০০ কেজি ছোলা জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, টিসিবির পণ্য ট্রাকে নিয়ে বিক্রি না করে এখানে মজুত করে রাখা হয়েছিল। নিজেদের দোকান থেকে এসব পণ্য বেশি দামে বিক্রি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে তারা কাজলের বাড়ি ও দোকানে অভিযান চালান।

তিনি জানান, টিসিবির পণ্যগুলো তারা জব্দ করেছেন। তবে কাজলকে আটক করা হয়নি। শুনানির জন্য তাকে নোটিশ করা হবে। শুনানির দিন তিনি এসব মালামালের কাগজপত্র দেখাবেন। যদি না পারেন, তাহলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান রবিউল মোর্শেদ বলেন, কাজল টিসিবির একজন পরিবেশক। তার প্রতিষ্ঠানের নাম ‘আলী ট্রেডার্স’। কাজলের বাড়িতে অভিযানের খবর তিনি পেয়েছেন। তিনি কাজলকে আটকের জন্য ভোক্তা অধিকারকে বলেছেন।

তিনি আরও বলেন, ট্রাকে করে বিক্রির জন্য ৮ দিন আগে কাজলকে সব মালামাল দেওয়া হয়েছে। খোলাবাজারে বিক্রি করলে এতদিন পর এত বেশি পণ্য তার বাড়িতে থাকার কথা না। সে অনৈতিক পন্থায় এসব পণ্য বাড়িতে মজুদ রেখেছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন এই কর্মকর্তা। |

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।