নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার প্রণব কুমার।
এর আগে ভোরে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম প্রধানের তৃতীয়তলা ভবনের নিচ তলার একটি ফ্লাটে বিশেষ অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে হাতে-নাতে আটক করা হয়।
আটকরা হলেন- রাজু (৪০), কাওসার হোসেন (৩৮), জসিম উদ্দিন (৩৩), সেলিম মন্ডল (৫০), মোক্তার (৩৮), পিয়ার আলী (৫০), মনির হোসেন (৪৫), বাবুল (৩৮), ইমরান (৩৫) ও সামছুদ্দিন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ১৯ হাজার ৫৯১ টাকা ও জুয়ার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
ওএইচ/