ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

স্পিডবোট দুর্ঘটনায় চালকসহ চার জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ৪, ২০২১
স্পিডবোট দুর্ঘটনায় চালকসহ চার জনের বিরুদ্ধে মামলা ...

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের কাছে স্পিডবোট দুর্ঘটনায় চালকসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  মঙ্গলবার (০৪ মে) সকালে কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

 

মামলার আসামিরা হলেন-বোটের চালক শাহালম, মালিক চান্দু, রেজাউল এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহ আলম খান।

নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।

এদিকে শিবচর থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত চালক শাহালমকে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সোমবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সোমবার সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্স্থলেই ২৬ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, মে ৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।