ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ৩৫০ কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ৮, ২০২১
খুলনায় ৩৫০ কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা খুলনায় ৩৫০ কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে সাড়ে তিনশত অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের মধ্যে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মে) দুপুরে খুলনার রূপসা হাই স্কুল প্রাঙ্গণে করোনায় কর্মহীন হয়ে পড়া এসব শ্রমজীবীদের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক চাল বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, সরকার ত্রাণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করছে এবং তা নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। এই মহামারীতে সকলের এগিয়ে আসা প্রয়োজন। সরকার করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের কষ্ট লাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা ও প্রণোদনা দিয়েছেন।

এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল হক মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদী রেজা, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট একেএম শাহজাহান কচি।

এর আগে সকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক ভবনে করোনা ভাইরাস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাট জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ছয়শ অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে নগদ পাঁচশ করে টাকা বিতরণ করেন এবং খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে একশ প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় প্যানেল মেয়র আলী আকবার টিপু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার, ড. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে সিটি মেয়র ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাঙ্গণে করোনায় কর্মহীন হয়ে পড়া ৪২৮ জন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের করেন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ০৮, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ