ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্র-ভারত-চীনের টিকা পেতে প্রচেষ্টার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ৯, ২০২১
যুক্তরাষ্ট্র-ভারত-চীনের টিকা পেতে প্রচেষ্টার সুপারিশ

ঢাকা: যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের টিকা সরবরাহ নিশ্চিত করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া এ প্রচেষ্টা অব্যাহত রাখতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (৯ মে) জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, মো. হাবীবে মিল্লাত এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন।

বিভিন্ন দেশ ও মাধ্যম থেকে কোভিড-১৯ টিকা প্রাপ্তির সবশেষ অবস্থা,  বিদেশি সরকারপ্রধান/রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন ও ইরাকের নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা উপস্থাপিত হয় এবং বিশদ আলোচনা হয়।  

এসময় বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকা পাওয়ার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এছাড়া চীনের সিনোফার্ম টিকার সরবরাহ নিশ্চিত করার জন্যও প্রচেষ্টা অব্যাহত রাখতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এ বৈঠকে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থতির কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রাখার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
মে মাসের শেষ সপ্তাহের মধ্যে পররাষ্ট্র কমিটিকে ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এ বৈঠকে মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, ভুটান ও ভারতের সরকারপ্রধান /রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সব কূটনৈতিক কর্মকাণ্ড সফলতার সঙ্গে শেষ করার জন্য কমিটি থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।  

ইরাকের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা ও ইরাকে কর্মরত বাংলাদেশি মানবসম্পদকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইরাকের নবনিযুক্ত রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৯, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।