ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বাজান বসুন্ধরার এমন উপহারে আমরা খুব খুশি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ৯, ২০২১
‘বাজান বসুন্ধরার এমন উপহারে আমরা খুব খুশি’

ময়মনসিংহ: সালেহা খাতুনের বয়স ৮০ বছর। কষ্টের জীবন।

বসুন্ধরার খাদ্য উপহার পাওয়ার জন্য তিনি একটি স্লিপ পেয়েছিলেন স্থানীয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর শফিকুল ইসলাম শফিকের পক্ষ থেকে। সবার আগে এ বয়োবৃদ্ধাকে বসুন্ধরার পক্ষ থেকে খাদ্য উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে বাড়ি যাওয়ার সময় তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘বাজান আমি খুব খুশি। বসুন্ধরার এমন উপহারে আমরা খুব খুশি। ’

রোববার (০৮ মে) বিকেলে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বসুন্ধরার খাদ্য উপহার তুলে দেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। পুরো কাজটি সুষ্ঠুভাবে তদারকির দায়িত্ব পালন করেন সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল শফিকুল ইসলাম শফিক।

অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, করোনাকালে বসুন্ধরার এমন সহযোগিতার কথা মানুষ মনে রাখবে। বসুন্ধরার এমন মহতি উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।  

সিটি করপোরশনের কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, তার এলাকাটি পশ্চাতপদ। এলাকাতে অরেক গরীব মানুষ আছে। আজ তাদের পাশে বসুন্ধরা গ্রুপ দাঁড়িয়েছে। এজন্য তিনি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

বসুন্ধরার ঈদ উপহার বিতরণে যারা সহযোগিতা করেছেন তারা হলেন- এম এ হাসিম, রাজা, সিয়াম, জিয়া, সেলিম, আদম, বাচ্চু, রবি, আনোয়ার, মারুফ, ইসমাইল, রনি, আলী  খোকন মিয়া প্রমুখ। কালের কণ্ঠ শুভসংঘ আয়োজনটিতে সার্বিক সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।