ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

ভারতফেরত পাঁচ বাংলাদেশিকে কোয়ারেন্টিনে পাঠালো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মে ৯, ২০২১
ভারতফেরত পাঁচ বাংলাদেশিকে কোয়ারেন্টিনে পাঠালো পুলিশ

কুড়িগ্রাম: ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিজ বাড়িতে ফেরত আসা দুই পরিবারের পাঁচ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও পুলিশের একটি যৌথ দল দুই পরিবারের পাঁচ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টিনে  পাঠিয়েছে।

এর আগে শনিবার (৮ মে) সকালে লালমনিরহাট জেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভারতে চিকিৎসা নিয়ে ফেরত আসা ওই পাঁচ বাংলাদেশি।

তারা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের মমিনুল ইসলাম, গজেরকুটি গ্রামের বুলবুল ইসলাম, কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রামের আবু তালেব সরকার, তার স্ত্রী মাসুদা বেগম এবং মেয়ে তানবিন আক্তার।

তাদের মধ্যে মমিনুল ইসলাম কিডনি জটিলতা রোগের চিকিৎসার জন্য ভারতে যান। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বন্ধু বুলবুল ইসলাম। এদিকে আবু তালেব ও তার স্ত্রী মাসুদা তাদের মেয়ে তানবিনের চিকিৎসার জন্য তারা ভারতে গিয়েছিলেন।

পুলিশ সূত্র জানায়, ভারতে চিকিৎসা শেষে ওই পাঁচ বাংলাদেশি শনিবার সকালে লালমনিরহাট জেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। কিন্তু তারা হাসপাতালে না গিয়ে সরাসরি ফুলবাড়ী উপজেলায় নিজ বাড়িতে চলে যান। পরবর্তীতে দুপুরে লালমনিরহাট পুলিশ বিষয়টি জানতে পেরে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের স্মরণাপন্ন হলে ফুলবাড়ী থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দুই পরিবারের পাঁচ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো ব্যবস্থা করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারতফেরত পাঁচ পাসপোর্টধারী বাংলাদেশিকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টিইন পাঠানো হয়েছে। লালমনিরহাট পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ০৯, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।