ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সাড়ে ৮ হাজার ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ১০, ২০২১
রাজধানীতে সাড়ে ৮ হাজার ইয়াবাসহ আটক ৪

ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

তারা হলেন- আব্দুল আলীম (২৭), মো. ইমরান হোসেন (২৫), মো. বেলায়েত হোসেন মোল্লা (৫২) ও মো. হযরত আলী (৩০)।

সোমবার (১০ মে) দুপুরে ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যায় কোতোয়ালি নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৮ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক মাদক বিক্রেতারা দীর্ঘদীন ধরেই মাদকের কারবার করে আসছিলো। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা রাজধানীর বিভিন্ন এলাকার বিক্রি ও সরবরাহ করে আসছিলো।

তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে রিমান্ডের আবেদনসহ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১০, ২০২১
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।