কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় করোনা পরিস্থিতিতে ও ঈদুল ফিতরকে সামনে রেখে দুই হাজার অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মসিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত পক্ষ থেকে পাঠানো এ উপহার বিতরণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ঈদ উপহারের মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, দুধ, সেমাই ইত্যাদি।
উপহারগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা দায়রা ও জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, জেলা যুব লীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব প্রমুখসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১০, ২০২১
এসআরএস