ঢাকা, বুধবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর দেওয়া ঘর বিক্রির অভিযোগ, ২ নায়েব বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মে ১০, ২০২১
প্রধানমন্ত্রীর দেওয়া ঘর বিক্রির অভিযোগ, ২ নায়েব বদলি

ব্রাহ্মণবাড়িয়া: মুজিববর্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ ঘর বিক্রি করার অভিযোগে প্রাথমিক অবস্থায় দুই ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে (নায়েব) নাসিরনগর উপজেলায় বদলি করা হয়েছে।

বদলি করা নায়েবরা হলেন- উপজেলার পাকশিমুল ইউনিয়ন তেলিকান্দি ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুছ ও শাহাজাদাপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হারুন মিয়া।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্ররাফ আহমেদ রাসেল বাংলানিউজকে বলেন, অভিযোগ ওঠার পরই সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের জানান। দুই ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে জেলার নাসিরনগর উপজেলায় বদলি করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী অভিযোগের তদন্ত চলছে। তদন্তে বিষয়টি সঠিক প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় প্রথম ধাপে ১০২ পরিবার প্রত্যেকে পান দুই শতক জমিসহ পাকা ঘর। এরমধ্যে উপজেলার শাহাজাদাপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে দুই শতক জমিসহ ৯০ নম্বর ঘরটির বরাদ্দ দিয়ে আব্দুল হাশিম ও তার স্ত্রী সেলিনা বেগমের নামে যৌথ দলিলও সম্পাদনা করেছে উপজেলা ভূমি অফিস। আব্দুল হাশিম মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের গোলাম মোস্তফা মিয়ার ছেলে ও বিত্তশালী। তবে এই জায়গাসহ ঘর বরাদ্দ পেয়ে দলিলের বিষয়ে জানেন না তিনি।

আব্দুল হাশিম মিয়ার নামে রেজিস্ট্রি করা ঘর ও জমি দুই লাখ টাকায় উপজেলা সদরের বিধবা সাফিয়া বেগম ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রুনা বেগমের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার পাকশিমুল ইউনিয়ন তেলিকান্দি ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুছ ও শাহাজাদাপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হারুন মিয়ার বিরুদ্ধে।

বিষয়টি সাফিয়া বেগম ও তার মেয়ে রুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) জানান। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনকে বিষয়টি জানালে অভিযুক্ত দুই নায়েবকে বদলি ও তদন্ত শুরু করা সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মে ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।