নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক নৌযান শ্রমিকদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ মে) নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফয়সাল, প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, নারায়ণগঞ্জ জেলা লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আমরা মালিক শ্রমিকদের সঙ্গে নিয়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। এতে শ্রমিকরা যেমন কষ্টে আছেন তেমনি মালিকদেরও বেতন দিতে কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করেছি বন্ধ থাকা যাত্রীবাহী লঞ্চ শ্রমিকদের কিছুটা সহযোগিতা করতে। নৌযান শ্রমিকদের জন্য সরকার বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে। বন্ধ থাকা যাত্রীবাহী নৌযানগুলোর শ্রমিকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। আশা করছি দশ হাজারের মতো নৌযান শ্রমিক প্রধানমন্ত্রীর উপহার (২ হাজার ৫০০ টাকা করে) পাবেন। নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে চলাচলরত যাত্রীবাহী লঞ্চগুলোরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১১, ২০২১
এমআরএ