পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীতে মনির শিকদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১৫ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনির কাটাখালী হাইস্কুলের সামনে একটি মুদি মনোহারি দোকানি। শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বত্তরা তাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রলারে তার মৃত্যু হয়।
ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের কাজ করছে পুলিশ। ইতোমধ্যে ব্যবসায়ী হত্যায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এদিকে ঈদের দিন সকালে উপজেলার বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাধঘাট এলাকা থেকে ফাতেমা বেগম (৪৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ফাতেমা বেগম নামে এই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। ফাতেমার ঘরের বাঁশের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মে ১৫, ২০২১
এএটি