ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ধান মাড়াই করতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ১৫, ২০২১
ধান মাড়াই করতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলায় ধান মাড়াই করতে গিয়ে আবেদ আলী (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) সকালে উপেজলার সিতাইঝাড় গ্রামের নিজ বাড়িতে ধান মাড়াই করার সময় এ ঘটনা ঘটে।

নিহত আবেদ আলী কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে পরিবারের অন্যান্য সদস্যরাসহ পাওয়ার টিলারে লাগানো ফ্যান দিয়ে ধান মাড়াই করছিলেন আবেদ আলী। এ সময় অসাবধানতা বসত ফ্যানে সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আবেদ আলী নিজ বাড়িতে ধান মাড়াই করার সময় অসাবধানতা বসত ফ্যানে জড়িয়ে পড়লে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১৫, ২০২১
এফইএস/আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।