ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শপিংমল-দোকানপাটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, মে ১৬, ২০২১
শপিংমল-দোকানপাটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

ঢাকা: ‘লকডাউন’ বা বিধি-নিষেধের সময় বাড়ানোর পরিপ্রেক্ষিতে দোকানপাট, শপিংমল বন্ধ রাখা হবে কিনা সে বিষয়ে সোমবার (১৭ মে) সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ঈদের আগে সরকার ১৬ মে পর্যন্ত লকডাউন বা বিধি-নিষেধের সময় নির্ধারণ করেছিল।

তবে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে। এখন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আমরাও সিদ্ধান্ত জানাবো সোমবার।

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।