চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুরে গত কয়েকদিনে ৬ জনকে আক্রমণ করে জখম করার পর অবশেষে খাঁচায় বন্দি হলো ভারতীয় হনুমানটি।
রোববার (১৬ মে) হোমস্তাপুরের রহনপুর পৌরসভার রেলস্টেশনে দুপুরে হনুমানটিকে রাজশাহী বন্যপ্রাণী অধিদপ্তরের ৫ সদস্যের একটি দল খাঁচাবন্দি করে রাজশাহী নিয়ে যায়।
এ ব্যাপারে বন্যপ্রাণী অধিদপ্তর রাজশাহী শাখার কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এরআগে একদফা আটকের চেষ্টা করে ব্যর্থ হয়ে রোববার আবারো সকাল ১১টার দিকে রাজশাহী থেকে গোমস্তাপুরের উদ্দেশে রওনা হওয়ার পর দুপুর ২টার দিকে ১৫-২০ মিনিটের মধ্যে আমরা হনুমানটিকে একটি মুদি দোকানের মধ্যে আবদ্ধ করে নেটজাল ও খাঁচা দিয়ে ধরে ফেলি। হনুমানটিকে রাজশাহীতে নেওয়া হবে। পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হনুমানটির ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, গোমস্তাপুর উপজেলার বন কর্মকর্তা এ.কে.এম সারোয়ার হোসেন বলেন, আমি ভোর ৬টা থেকে এই হনুমানটি দেখাশুনা করছিলাম। আমি আর আমার একজন সহকারী হনুমানটির দ্বারা অন্যকেও যাতে আক্রমণের শিকার না হন সেদিকে নজর রাখছিলাম। এ সময় গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান এবং থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস উপস্থিত ছিলেন।
ভারতীয় হনুমানটি গত ০৯ মে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করে ভোলাহাট উপজেলায় অবস্থান করছিল। সেখানে ইউপি সদস্যসহ ৩ ব্যক্তিকে জখম করলে খবর পেয়ে রাজশাহী থেকে বন বিভাগের কর্মকর্তারা ভোলাহাটে এসে হনুমানটি ধরতে ব্যর্থ হয়। পরে গত ১৫ মে রহনপুর পৌরসভায় অবস্থান কালে ৩ জনকে জখম করলে আবারো বন্যপ্রাণী অধিদপ্তরের কর্মকর্তারা এসে হনুমানটিকে ধরতে সক্ষম হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৬, ২০২১
এনটি