ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব‌রিশালে দুই ব্যবসা প্রতিষ্ঠানে লুটের অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ১৭, ২০২১
ব‌রিশালে দুই ব্যবসা প্রতিষ্ঠানে লুটের অভিযোগে মামলা ...

ব‌রিশাল: ব‌রিশাল নগ‌রের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটের অভিযোগে আদালতে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

আদালত মামলাটি গ্রহণের পর অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কোতয়ালি মডেল থানার ওসিকে।

মামলায় বরিশাল নগ‌রের আমবাগানের জব্বার মিয়ার গলি এলাকার বা‌সিন্দা ও মহানগর আওয়ামী লীগের কোষাধক্ষ্য মো. তৌহিদুল ইসলাম, রিয়াজ, লিটু ও কাজী জু‌য়েল‌কে আসামি করা হ‌য়ে‌ছে।

মামলার বাদী ব্যবসায়ী ও ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কে.এম শহীদুল্লাহ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ মে মধ্য রাতে নগরের পুলিশ লাইন রোডের শাড়ি ও পোষাকের  দোকান বরিশাল ফ্যাশন হাউজ এবং একই ভবনের কিচেন চাইনিজ রেস্তোরার তালা ভেঙে আসামিরা যাবতীয় মালামাল ও নগদ টাকাসহ প্রায় ২৫-২৭ লাখ টাকার মালামাল লুট করে।

এ ঘটনার বিচার দাবি করে রোববার ব‌রিশা‌লের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালাতে মামলা করেন বাদী।

এ বিষ‌য়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম জানান, ওই ভবনের মালিক তিনি। মাস খানেক আগে চুক্তি শেষ হওয়ায় ওই দুই প্রতিষ্ঠানের মালিককে নোটিশ দেওয়া হয়। তাছাড়া পিডিবি থেকে তাকে বারবার নোটিশ দেওয়া হচ্ছিল, দেড় বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছিল না। সেই বিল আনতে গেলে প্রতিষ্ঠানের ম্যানেজারই গেট খুলেছিল।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ১৭, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।