নীলফামারী: বিল বকেয়া থাকায় নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর মার্কেটের দোকানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (১৯ মে) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রবেশ পথে ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী অবস্থান করে তারা প্রতিবাদ জানান। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ স্থগিত করেন তারা।
ব্যবসায়ীরা জানান, সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ দায়িত্ব নেওয়ার পর করোনাকালে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেন। অপরদিকে গত পাঁচ মাস দোকানের বিদ্যুৎ বিলের কোনো প্রকার কাগজ না দিয়েই মৌখিকভাবে বিলের টাকা আদায় শুরু করেন তিনি। এতে কয়েকজন ব্যবসায়ী বিল দিলেও অধিকাংশই এভাবে বিল দিতে অস্বীকৃতি জানাই। ফলে প্রায় পাঁচ মাসের বিল দেওয়া হয়নি। এ সুযোগে সম্প্রতি নীলফামারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় পানি সরবরাহের লাইনও। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের শান্ত করে অবরোধ তুলে দেন। এসময় তিনি কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ জানান, সব কিছু নিয়মতান্ত্রিক উপায়ে করা হয়েছে। এছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
মার্কেটের দোকানদার এরশাদ হোসেন অভিযোগ করে বলেন, বিমানবন্দরের আগের ম্যানেজার শাহিন আহমেদের সঙ্গে নিয়মতান্ত্রিক চুক্তির মাধ্যমে এ মার্কেটটি তৈরি করা হয়েছে। আমরা দোকানদাররা সম্মিলিতভাবে পজিশন অনুযায়ী অর্থ দিয়ে মার্কেট স্থাপনে সহযোগিতা করেছি। তিনি যত দিন এখানে ছিলেন, আমরা অত্যন্ত সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করেছি।
ব্যবসায়ী এনামুল বলেন, মার্কেটে প্রায়ই চুরি হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও একজন নৈশ প্রহরী দিতেও অস্বীকৃতি জানান বিমানবন্দর ব্যবস্থাপক। এমনকি আমরা নিজেদের খরচে একজনকে দায়িত্ব দিতে চাইলেও সম্মতি দেননি তিনি।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ১৯, ২০২১
এসআই