ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মে ২১, ২০২১
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) মাদারীপুরের মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মনোজিত কুমার মল্লিক। প্রকল্পের কী-নোট উপস্থাপন করেন ‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পে’র প্রকল্প পরিচালক মো. জসীম উদ্দিন।

তারা জানান, এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো তেলজাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ করা ও আমদানি ব্যয় হ্রাস করা। প্রচলিত শস্য বিন্যাসে গবেষণা প্রতিষ্ঠানের প্রমাণিত স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে বর্তমান তেল ফসলের (সরিষা, তিল,  সূর্যমুখি, চীনাবাদাম, সয়াবিন) আবাদী এলাকা বৃদ্ধি করা। ব্লকভিত্তিক কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে তেল ফসলের আবাদ সম্প্রসারণ এবং টেকসই করা।

আয়োজনে বক্তারা বলেন, নতুন উদ্ভাবিত তেল ফসলের আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং মৌ-চাষ অন্তর্ভুক্ত করে তেলজাতীয় ফসলের হেক্টর প্রতি ফলন ১৫-২০ শতাংশ বৃদ্ধি করা সম্ভব। গবেষণা প্রতিষ্ঠানের উৎপাদিত প্রজনন বীজ ব্যবহার করে প্রকল্প মেয়াদে বিএডিসি কর্তৃক ভিত্তি বীজ উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করা হবে। এছাড়া তেল ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্য তেল আমদানি বাবদ প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।

কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শরীয়তপুর) মো. আমীর হামজা। এসময় বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রের সিএসও ড. মো. ছালেহ উদ্দীন। আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের মধুখালী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শরীয়তপুর) মো. আমীর হামজা। এসময় বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রের সিএসও ড. মো. ছালেহ উদ্দীন। আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের মধুখালী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মে ২১, ২০২১
এইচএমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।