সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মে) দুপুরে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুজ্জাতুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার দু’জন হলেন- উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চকপাড়া এলংজানি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে হৃদয় হোসেন (১৮) ও একই গ্রামের রহমত আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)।
এসআই হুজ্জাতুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২০ মে) রাতে চকপাড়া এলংজানি গ্রামের নির্যাতিত ওই শিশুটির মা বাদী হয়ে চার জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন তার কিশোরী (১২) মেয়েকে বিভিন্ন কৌশলে বেশ কয়েকদিন ধরে একাধিকবার ধর্ষণ করে আসামিরা। মামলা দায়ের পর লাহিড়ী চকপাড়া এলংজানি গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং নির্যাতিত শিশুটির মেডিক্যাল পরীক্ষার পর ২২ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২১, ২০২১
এসআরএস