ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক এমপির দায়ের করা মামলায় সাংবাদিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ২২, ২০২১
সাবেক এমপির দায়ের করা মামলায় সাংবাদিক গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ভাগ্নের ডিজিটাল সিকিউরিটি আইনে দায়ের করা মামলায় স্থানীয় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে গাংনী থানা পুলিশ।

আল আমিন হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি।

শনিবার (২২ মে) দুপুরের মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে, উপ-পরিদর্শক (এসআই) সুমনের নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি দল ভোররাতে আলামিনকে তার নিজ বাড়ি বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বাংলানিউজকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিন হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি মকবুলের কাণ্ড। ‘২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মো. মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এএসএম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।