বগুড়া: বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্থ সাংস্কৃতিক কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সম্মানী ভাতা তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে ২০১ জন সাংস্কৃতিক কর্মীদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ, এনডিসি জিএম রাশেদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার শাহাদত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, গ্রাম থিয়েটারের আব্দুল হান্নান প্রমূখ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ক্ষতিগ্রস্থ সাংস্কৃতিক কর্মীরা আনন্দিত। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৪, ২০২১
কেইউএ/কেএআর