ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার তেঁতুলিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।



পরেশ চন্দ্র বর্মণ বাংলানিউজকে বলেন, বাজার তদারকি অভিযান পরিচালনা কালে ২টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে পৃথকভাবে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ নামে একটি হোটেলকে ৫ হাজারসহ মোট ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।