পঞ্চগড়: পঞ্চগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার তেঁতুলিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।
পরেশ চন্দ্র বর্মণ বাংলানিউজকে বলেন, বাজার তদারকি অভিযান পরিচালনা কালে ২টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে পৃথকভাবে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ নামে একটি হোটেলকে ৫ হাজারসহ মোট ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
এএটি
।