ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুখালী-কামারখালী-মাগুরা নতুন রেললাইন নির্মাণ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ২৭, ২০২১
মধুখালী-কামারখালী-মাগুরা নতুন রেললাইন নির্মাণ শুরু

ঢাকা: ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন রেললাইন নির্মিত হলে প্রথমবারের মতো রেলপথে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হবে মাগুরা জেলা।

বৃহস্পতিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

নতুন এ রেললাইন প্রকল্পে মোট ব্যয় হবে এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা।

প্রকল্পের আওতায় মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯ দশমিক ৯০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ করা হবে।

এছাড়া কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে চার দশমিক নয় কিলোমিটার লুপ লাইন নির্মাণ, দু’টি নতুন স্টেশন (কামারখালী ও মাগুরা) এবং রেলপথে ২৮টি ছোট-বড় সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে।

মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, রেলসচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ২৭, ২০২১
এমইউএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।