ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আখের রস বিক্রেতার আঘাতে তরমুজ বিক্রেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মে ২৮, ২০২১
আখের রস বিক্রেতার আঘাতে তরমুজ বিক্রেতার মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহবাগ বঙ্গমার্কেটের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আখের রস বিক্রেতার আঘাতে সেলিম (৫০) নামে এক তরমুজ বিক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিমের বাড়ি নোয়াখালীর মাইজদী। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বঙ্গমার্কেট সংলগ্ন রেডিও কলোনীতে থাকতেন।

নিহত সেলিমের স্ত্রী শাহিনুর বেগম জানান, তার স্বামী মার্কেটের সামনে ভ্যানে করে তরমুজ বিক্রি করেন। দুপুরে তরমুজ বিক্রি করার সময় তার পাশেই সুলতান (২৫) নামে এক আখের রস বিক্রেতা রস বিক্রি করছিলেন। তখন দু’জনের মধ্যে দোকান সরানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুলতান আখ থেকে রস ভাঙানোর স্যালু মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে তার স্বামীর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজু নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আজ বঙ্গমার্কেটের সামনে সেলিম প্রথমে ফুটপাতে তরমুজের দোকান বসায়। এর কিছুক্ষণ পর সুলতান তার দোকান ঘেঁষেই শরবতের দোকান বসায়। তখন সেলিম সুলতানকে তার দোকানটি একটু সরিয়ে বসাতে বললে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম সুলতানকে ঘুষি মারে। পরে উপস্থিত দুই পুলিশ সদস্য তাদের দু’জনকে ছাড়িয়ে নেয়। এক পর্যায়ে সুলতান পুলিশের হাত থেকে ছুটে এসে আখের রস ভাঙানো স্যালু মেশিনের হ্যান্ডেল দিয়ে সেলিমের মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বাবুপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) জয়নাল আবেদিন জানান, ঘটনার সময় পাশে থাকা পুলিশ সদস্যরা সুলতানকে আটক করে। আর সেলিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ২৮, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।