ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৭ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ২৮, ২০২১
নারায়ণগঞ্জে ৭ জুয়াড়ি আটক ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

শুক্রবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার।

এর আগে ভোরে কামতাল এলাকার জুয়ার আস্তানা হতে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. রজব আলী (৩৫), আ. মতিন (৪৫), মো. তোরাব হোসেন (৩৬), মো. রবিউল্লাহ (৫০), আ. বারেক (৪৮), মো. জাহাঙ্গীর হোসেন (৪০), আমির হামজা (৫৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ২৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।