সাভার (ঢাকা): সাভারে মাদক বিক্রি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উঠতি বয়সী তরুণদের গ্যাংয়ের ছয় সদস্য ও এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুন) দুপুরে তাদের ঢাকার মুখ্য আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার (৩১ মে) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সাভারের আরাপাড়া ও বনপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাভারের কামাল রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন (২৩), একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ (২১), বিনোদবাইদের আলমদিনা রোডের অলি মিস্ত্রির ছেলে শাওন সিয়া (২০), মানিকগঞ্জের সিংগাইর এলাকার জিন্নাত আলীর ছেলে কবির হোসেন (২০), ওয়াবদা রোডের সেলিম মিয়ার ছেলে হৃদয় (২২) ও একই এলাকার লবণ মিয়ার ছেলে গোলাম রাব্বী (২৩) এবং সাজেদা বেগম (৪০) নামে এক ছদ্মবেশী ‘পাগলি’।
পুলিশ জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার (৩১ মে) গভীর রাত থেকে ভোর পর্যন্ত দুই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উঠতি বয়সী তরুণদের গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া এসময় তাদের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত সাজেদাকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছে আড়াই হাজার পুড়িয়া হেরোইন ও আধা কেজি গাঁজা পাওয়া যায়। সাজেদা মানসিক ভারসাম্যহীন হওয়ার ছলে সাভারের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তাকে সহায়তা করতেন এ গ্যাংয়ের সদস্যরা। সাজেদার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত সাতজনকে দুপুরে আদালতে পাঠানো হয়। সবার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তারা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০১, ২০২১
এসআই