গাজীপুর: গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মারুফ মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মানিক মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আলম জানান, পিকআপভ্যানের সহকারী হিসেবে কাজ করতো মারুফ মিয়া। সকালে পিকআপযোগে শ্রীপুরের দিকে যাচ্ছিল মারুফ। এসময় ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনে তাদের পিকআপের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারুফ মিয়া মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ০৩, ২০২১
আরএস/এএটি