ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনা মেয়রের মামলায় সাংবাদিক সবুর রানা কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুন ৩, ২০২১
খুলনা মেয়রের মামলায় সাংবাদিক সবুর রানা কারাগারে

খুলনা:  খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক এম এ সবুর রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সবুব রানা রামপাল উপজেলার সিংগড় ঘুনিয়ার মৃত ডা. আজিজ মোল্লার ছেলে।

তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেসক্লাবের সভাপতি।

বৃহস্পতিবার (৩ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহীদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আমামিপক্ষের আইনজীবী বেলাল হোসেন জানান, সাংবাদিক এম এ সবুর রানা জামিনের জন্য আবেদন করলে নিম্ন আদালত তা নামঞ্জুর করেছেন। তিনি এজন্য উচ্চ আদালতে আবেদন করবেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল এনটিভি’র খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সির ব্যবহৃত ফেসবুক আইডি থেকে খুলনা সিটি মেয়রের বিপক্ষে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যে কারণে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। এ ঘটনার পরে ২০ এপ্রিল মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় দুই জন সাংবাদিকের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন।

বৃহস্পতিবার এ মামলার অপর আসামি সাংবাদিক এম এ সবুর রানা জামিনের জন্য আদালতে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহীদুল ইসলাম তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

গত ১৮ এপ্রিল সাংবাদিক আবু তৈয়ব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘বন্ড লাইসেন্স ম্যানেজিং ডিরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি টাকার অর্থ দণ্ড, পাঁচ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা। ‘বন্ড লাইসেন্স বাতিল' শিরোনামে একটি দীর্ঘ পোস্ট দেন। ওই পোস্টটি শেয়ার করেন সবুর রানা।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।