মৌলভীবাজার: বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটে (বিটিআরআই) জাতীয় চা দিবস পালিত হয়েছে। এ সময় বাংলাদেশে আবিস্কৃত ২৩টি চায়ের জাত, চা ফ্লেভারের বিস্কুট, সাবান ও মাস্ক প্রদর্শন করা হয়।
শুক্রবার (৪ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বিটিআরআইয়ে বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে শোভাযাত্রা, চা প্রদর্শনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো অনুষ্ঠিত চা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘মুজিব বর্ষের অঙ্গীকার, চা–শিল্পের প্রসার’। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) পরিচালক ড. মোহাম্মদ আলী। আরও বক্তব্য রাখেন বাংলাদেশিয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান জিএম শিবলী, সিনিয়র এএসপি মো. শহিদুল হক।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও) ড. শেফালী বুনার্জী। এতে চা-বিজ্ঞানী ও চা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ০৪, ২০২১
বিবিবি/কেএআর