বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে আবু বক্কর খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন) বিকেলে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান।
নিহত আবু বক্কর শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের বাবুল খানের ছেলে। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, শুক্রবার বিকেলে বৃষ্টি শুরু হলে আবু বক্কর গরু আনতে মাঠে যান। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এনটি