খাগড়াছড়ি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।
শনিবার (০৫ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গনে গাছ লাগিয়ে কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার ও পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দেবেস বরণ ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার, সাবেক সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা, বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি উবিক মোহন ত্রিপুরা, যুগ্ম-আহ্বায়ক মো. মনির হোসেন প্রমুখ। এছাড়া কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এডি/কেএআর