ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো ২৫০ যাত্রীকে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুন ৫, ২০২১
বিনা টিকিটে ভ্রমণ, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো ২৫০ যাত্রীকে ...

পাবনা (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ঈশ্বরদী-খুলনা রেলরুটের চারটি আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৫২ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক দফতরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চারটি আন্তঃনগর ট্রেনের টিকিটবিহীন ২৫০ যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

 

শনিবার (৫ জুন) সকাল ৮টা থেকে থেকে বিকেল ৪টা পর্যন্ত ঈশ্বরদী-খুলনা রেলরুটের সাতটি রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে যাওয়া চারটি আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়।

স্টেশনগুলো হলো- ঈশ্বরদী জংশন স্টেশন, পাকশী, ভেড়ামারা, পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা।  

অভিযান চালানো ট্রেনগুলো হলো- রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬২ নাম্বার আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ নাম্বার রূপসা এক্সপ্রেস, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭৮৩ নাম্বার টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭২৬ নাম্বার সুন্দরবন এক্সপ্রেস।  

অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দু্ল আলিম বিশ্বাস মিঠু, মো. বরকতউল্লাহ আলআমিন, মার্টিন জয় মণ্ডলসহ ট্রেন পরিচালক, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক, স্ব স্ব স্টেশন মাস্টার উপস্থিত ছিলেন।  

পশ্চিমাঞ্চল রেলওয়ের, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনগুলো স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে গন্তব্যস্থল থেকে ছেড়ে আসছে। কিন্তু মাঝপথে এসে মধ্যবর্তী স্টেশন থেকে বিনা টিকিটে চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছে অনেকে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ওই যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ট্রেনের ভাড়াসহ জরিমানা আদায় করে ১৯ হাজার টাকা।  

এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'পরিচ্ছন্ন বাংলাদেশ পরিচ্ছন্ন রেলওয়ে' স্লোগানকে সামনে রেখে পাকশী রেলওয়ে বিভাগের আমরা কাজ করছি। রেল স্টেশনগুলোতে বরাদ্দকৃত সীমানার বাইরে মালামাল রাখায় ৬ দোকানদার রেলওয়ের কাছ থেকে জায়গা লিজ নিয়ে স্টেশনের সামনের জায়গায় মালামাল বিক্রি করছিল। গত সপ্তাহে দোকানদারদের মৌখিকভাবে সতর্ক করা হলেও সতর্কাদেশ অমান্য করে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখেন। তাই পোড়াদহ ও ঈশ্বরদীর স্টেশনে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

নির্ধারিত জায়গার বাইরে মালামাল রাখলে ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীদের প্লাটফর্মে চলাচলের জায়গাটি সংকুচিত হয়ে যায়। ফলে যাত্রীরা অনেক সময় সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচল করতে পারেন না। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিসিও।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০৫, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।