ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ৫, ২০২১
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত ...

ফেনী: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন প্রকাশ দাউদ খাঁন (২৮) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার মস্তান নগর বিশ্বরোড় (পুরাতন) এলাকায় লেগুনার সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত হোসেন উপজেলার ধুম ইউনিয়নের মিনা বাজার এলাকার ইদ্রিস কন্ট্রাকটার বাড়ির মহিউদ্দিনের ছোট ছেলে।

ওই এলাকার বাসিন্দা ও বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী মো.ইউসুফ খান বাংলানিউজকে জানান, হোসেন দীর্ঘদিন ধরে বিদেশে থাকতেন। গত ২-৩ মাস আগে দেশে এসে সিএনজি অটোরিকশা কিনে নিজেই চালাতেন।

এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন বাংলানিউজকে বলেন, শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে লেগুনার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লেগুনাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।