ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ চোরাই মোটরসাইকেলসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ৬, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ১১ চোরাই মোটরসাইকেলসহ আটক ৯ ১১ চোরাই মোটরসাইকেলসহ আটক ৯

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে চুরি হওয়া ১১টি মোটরসাইকেলসহ চোর চক্রের নয় সদস্যকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৫ জুন) রাত থেকে রোববার (৬ জুন) পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দসহ তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন+ মোটরসাইকেল চোরের মূল হোতা মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি ওরফে শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মো. কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০), নুরুল আমিন প্রঃ রুহুল আমিন চৌধুরী (২৯)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।  

পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যক্তি থানায় তার মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ দেয়। পরে পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধারে কাজ শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার থেকে রোববার পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা, জগৎসারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ নয় জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও চারটি ওয়াটার পাম্প ।  

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বাংলানিউজকে বলেন, উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।