ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৬, ২০২১
শিবচরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বজ্রপাতে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার চরজানাজাত ইউনিয়নের হাওলাদারকান্দি বালুরটেক এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আয়শা বেগম ওই এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী।

জানা যায়, রোববার বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশের ক্ষেতে ঢেঁড়স তুলতে যান আয়শা। ঢেঁড়স তুলে বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে বৃষ্টির সময় ঘরের বাইরে গেলে বজ্রপাতে ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইদানিং বৃষ্টিপাতের সময় বজ্রপাতের প্রবণতা দেখা যাচ্ছে। এসময় সবাইকে ঘরে নিরাপদে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।