ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

নবীনগরে বেসরকারি হাসপাতাল থেকে শিশু চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জুন ৬, ২০২১
নবীনগরে বেসরকারি হাসপাতাল থেকে শিশু চুরি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ওবায়েদ সরকার নামে দেড় মাসের একটি শিশু চুরি হয়েছে।  

রোববার (৬ জুন) দুপুরের দিকে উপজেলা সদরের আহমদ মেডিক্যাল নামে বেসরকারি একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটি উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, দুপুরে শিশুপুত্রকে নিয়ে মা সাবিনা আক্তার ডাক্তার দেখাতে হাসপাতালে যান। চিকিৎসক তাকে দেখে আল্ট্রাসনোগ্রাম করতে বললে তিনি কিছুক্ষণের জন্য তার ছেলেকে এক অপরিচিত নারীর কোলে দিয়ে আল্ট্রসনোগ্রাম কক্ষে যান। আল্ট্রাসনোগ্রাম শেষে বের হয়ে দেখেন, তার শিশুসন্তানসহ অপরিচিত নারীটি উধাও হয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ শিশুটিকে খুঁজে বের করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।