ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভাসানাচরে ইউএনএইচসিআর শিগগিরই কাজ শুরু করবে  

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জুন ৬, ২০২১
ভাসানাচরে ইউএনএইচসিআর শিগগিরই কাজ শুরু করবে  

ঢাকা: ভাসানচরে জাতিসংঘ শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর খুব শিগগিরই কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, ভাসানচরের বিষয়ে প্রধানমন্ত্রীর অফিসে ১০ জন রাষ্ট্রদূতের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত ছিলেন। ভাসানচর নিয়ে তারা সবাই পজিটিভ।

তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘ শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনাররা ভাসানচর পরিদর্শন করেছেন। তারাও খুব পজিটিভ। আশা করি তারা খুব শিগগিরই সেখানে কাজ শুরু করবেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ০৬, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ