ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদেশগামীদের করোনা পরীক্ষা এখন আর্মি স্টেডিয়ামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ৬, ২০২১
বিদেশগামীদের করোনা পরীক্ষা এখন আর্মি স্টেডিয়ামে

ঢাকা: রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিদেশগামী যাত্রীদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৬ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

ডা. মো. রোবেদ আমিন জানান, এর আগে মহাখালীর ডিএনসিসি মার্কেটে কোভিড-১৯ হাসপাতালের বুথে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করা হতো। কিন্তু বর্তমানে সেখানে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বলা যায়, এটা এখন করোনা ডেডিকেটেড হাসপাতাল। ফলে এখানে আর করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।

বিদেশগামী যাত্রীদের শতর্ক করে ডা. রোবেদ আমিন বলেন, কিছু বিদেশগামী যাত্রী দালাল চক্রের খপ্পরে পড়ে ভুয়া করোনা সনদ সংগ্রহ করছেন। আমি তাদের বলবো, আপনারা দয়া করে সরাসরি আর্মি স্টেডিয়ামে চলে যান এবং করোনা পরীক্ষা করান। কারো খপ্পরে পড়বেন না। ’

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এমআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad