ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাশিয়া থেকে টিকা আনার চুক্তি প্রায় চূড়ান্ত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জুন ৬, ২০২১
রাশিয়া থেকে টিকা আনার চুক্তি প্রায় চূড়ান্ত

ঢাকা: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর ইগনাতভ জানিয়েছেন, বাংলাদেশ রাশিয়া থেকে যে টিকা আনতে চাইছে, সেটা প্রায় চূড়ান্ত।

রোববার (৬ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

রাশিয়া থেকে টিকা আনার চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানান রাশিয়ার রাষ্ট্রদূত। এর বেশি কিছু তিনি বলতে চাননি।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদন ও টিকা কেনার উভয় বিষয়ে চুক্তি হবে। আমরা লাইনঘাট করে দিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবে।

আরও পড়ুন: টিকা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের ঘাটতি হয়নি: মোমেন

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ০৬, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ