ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

নেছারাবাদে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, জুন ৭, ২০২১
নেছারাবাদে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু  ফাইল ফটো

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) বজ্রপাতে আবুল কালাম শেখ (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক কৃষক দম্পতির মৃত্যু হয়েছে।  

সোমবার (০৭ মে) দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

 মৃত আবুল কালাম শেখ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পূর্ব গুয়ারেখা গ্রামের বাসিন্দা।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বজ্রপাতে ওই দম্পতির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বৃষ্টির সময় গৃহকর্তা আবুল কালাম নিজ বাড়ির ছাগল রাখার ঘরে পলিথিন টাঙাতে যান। সেখানে তাকে সাহায্য করছিলেন তার স্ত্রী জাহানারা বেগম। এ সময় বজ্রপাত হলে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর সদর উপজেলার কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সুখরঞ্জন শিকদারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ